বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং ইউনিটে আবারও পরিবর্তনের হাওয়া। প্রায় দেড় বছর দায়িত্ব পালন করে বিদায় নিয়েছেন নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামস। যদিও তার চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত, তবে পারস্পরিক সমঝোতায় আগেভাগেই এই সম্পর্কের ইতি টেনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও অ্যাডামস।
বিদায়বেলায় গতকাল মিরপুরে সহকর্মীদের কাছ থেকে ভালোবাসা ও সম্মান পেয়েছেন তিনি। পেসার তাসকিন আহমেদ থেকে শুরু করে দলের তরুণ বোলাররা অনেকটাই অভ্যস্ত হয়ে উঠেছিলেন অ্যাডামসের মেন্টরশিপে। এখন সেই জায়গায় আসছে এক নতুন অধ্যায়।
নতুন পেস বোলিং কোচ হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট। টেইটের সঙ্গে বিসিবির আলোচনা বেশ কিছুদিন ধরেই চলমান, বিশেষ করে সর্বশেষ বিপিএল আসরে চিটাগং কিংসের কোচ থাকার সময় থেকেই। টেইটের খেলোয়াড়ি জীবন ছিল রোমাঞ্চকর ও বিস্ফোরক। ১৫০ কিমি/ঘণ্টার ওপর গতিতে বল করা এই ডানহাতি পেসার অস্ট্রেলিয়ার হয়ে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে এবং ২১ টি-টোয়েন্টি খেলেছেন। অবসরের পর কোচিং ক্যারিয়ারেও পেয়েছেন সফলতা-পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন, আর পরিচিত হয়েছেন সাহসী ও আক্রমণাত্মক বোলিং দর্শনের জন্য।
২০২২ সালেও টেইটকে পেতে আগ্রহী ছিল বিসিবি, তবে সে সময় নিজেই সরে দাঁড়ান তিনি। এবার সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের পেস বোলিং বিভাগে তার হাতেই উঠতে যাচ্ছে হাল।
Discussion about this post