বাংলাদেশ সফরটাকে এবারো ”হালকা” করেই দেখছে ভারত। তাইতো দলের সঙ্গে নাও আসতে পারেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। তেমন ইঙ্গিত নাকি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। দু’জন নাকি বিশ্রাম চেয়েছেন তারা। তাইতো বোর্ড ওয়ানডে ও টেস্টে নতুন দুই জন অধিনায়ক খুঁজতে শুরু করেছেন।
এখানেই শেষ নয়, ভারতীয় মিডিয়া জানাল বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিশ্রাম চেয়েছেন। তারা বাংলাদেশ সফরে আসতে চাইছেন না।
ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে একটি টেস্ট খেলবে। ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। জানা গেল সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মুশফিকুর রহীম। কেননা, বিসিবি এখনই টেস্ট অধিনায়ক খুঁজছে না।
এদিকে আগামী ৭ জুন ঢাকা পৌঁছাবে ভারতীয় দল। ভারতের সঙ্গে ১৮, ২১ ও ২৪ জুন দিন-রাতের তিনটি ওয়ানডে ম্যাচ হবে। ভেন্যু মিরপুররের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
Discussion about this post