চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যে ব্যাটিং স্বর্গ সেটা প্রমাণ হয়ে গেল। দিনভর একেবারে হেসে-খেলেই ব্যাট করলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। তাইতো চট্টগ্রাম টেস্টের ১ম ইনিংসে বাংলাদেশ ৫১৩ রান করেও স্বস্তিতে নেই। জবাবে অতিথিরা দাপটে এগিয়ে যাচ্ছে। তৃতীয় দিনে মাত্র দু’টি উইকেটের দেখা দুই টাইগার বোলার।
শুক্রবার রোশেন সিলভা ৮৭ ও অধিনায়ক দিনেশ চান্দিমাল ৩৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। স্কোর ১ম ইনিংসে তিন উইকেটে ৫০৪। মাত্র ৯ রানে পিছিয়ে লঙ্কানরা। হাতে ৭ উইকেট। সন্দেহ নেই শনিবার সকালেই লিড নিয়ে এগিয়ে যেতে চাইবে তারা।
এমন ব্যাটিং উইকেটে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা পেয়ে যেতে পারতেন কুশল মেন্ডিস। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দুরে থাকতেই আউট তিনি(১৯৬)। তাইজুল ইসলাম ফেরান তাকে। দলীয় ৪১৫ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা।
এরপর ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৩০৮ রানের জুটি গড়েন মেন্ডিস। এরপর রোশেন সিলভাকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ১০৭ রান যোগ করেন ধনাঞ্জয়া।
ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মুস্তাফিজের বলে আউট হয়ে ফিরেন ধনাঞ্জয়া (১৭৩)।
তৃতীয় দিন শেষে স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ১৮৭/১) ১৩৮ ওভারে ৫০৪/৩ (করুনারত্নে ০, মেন্ডিস ১৯৬, ধনঞ্জয়া ১৭৩, রোশেন ৮৭*, চান্দিমাল ৩৭*; মুস্তাফিজ ২৫-৫-৮৮-১, সানজামুল ৩৭-২-১২৮-০, মিরাজ ১৯-০-৯৭-১, তাইজুল ৫১-১৩-১৪৪-১, মোসাদ্দেক ৩-০-২৪-০, মুমিনুল ২-০-৬-০, মাহমুদউল্লাহ ১-০-৭-০)
বাংলাদেশ ১ম ইনিংস: ৫১৩/১০
Discussion about this post