আজ সেই ঐতিহাসিক দিন। ২০ বছর আগে এই ১৩ এপ্রিল বাংলা নতুন বছরের ঠিক আগের দিন উৎসবের রঙে রঙ্গীন হয়েছিল বাংলাদেশ। কুয়ালালামপুরে কেনিয়াকে ফাইনালে হারিয়ে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের ক্রিকেট দল। যে ফাইনালে উঠেই পূরণ হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন।
স্মরণীয় সেই দিনে চলুন দেখে আসি কিছু সেইসব স্থির চিত্র। আইসিসি ট্রফি নিয়ে কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে বাংলাদেশ দলের ‘ল্যাপ অব অনার’- এখনো ক্রিকেট মাঠে যে টাইগারদের সেরা ছবি। যেখানেই প্রথম বড় স্বপ্ন ধরা দিয়েছিল আকরাম খানদের হাতে।
তার পথ ধরেই তো আজকের মাশরাফি-মুশফিকের বাংলাদেশ। চলুন এই দিনে দেখে নেই সেই সব ছবি। ছবি সুত্র: ইন্টারনেট
Discussion about this post