বাংলাদেশের বিপক্ষে লড়াইটা বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছে ভারত। এমন কী দু’দিনের প্রস্তুতি ম্যাচেও আটঘাট বেধে নামছে তারা। এইতো শনিবার ঘোষিত ১৪ সদস্যের দল ঘোষিত হল। ভারতীয় ‘এ’ দলের নেতৃত্ব দেবেন অভিনব মুকুন্দ।। ভারতের সঙ্গে বহু কাংখিত একমাত্র টেস্ট ম্যাচটি খেলার আগে ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।
সিকান্দারাবাদের জিমখানা মাঠে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত খেলা ২৭ বছর বয়সী অভিনবকে নেতৃত্বে রাখা হয়েছে। ভারতের হয়ে ৫টি টেস্ট খেলেছেন তিনি। যদিও সেটা ৫ বছর আগের কথা।
দলে আছেন ঘরোয়া ক্রিকেটে ঝড় তোলা শ্রেয়াস আইয়ার, ভিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, শাহবাজ নাদিম।
২ ফেব্রুয়ারি ভারত যাবে বাংলাদেশ ক্রিকেট দল। হায়দারাবাদে পৌঁছে প্রথম দুই দিন বিশ্রাম। ৫-৬ ফেব্রুয়ারি জিমখানা গ্রাউন্ডে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ৭ ও ৮ ফেব্রুয়ারি ম্যাচ ভেন্যু হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। তাপরপরই ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি হবে ভারতের বিপক্ষে সে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন টাইগাররা।
ভারতীয় ‘এ দল :
অভিনব মুকুন্দ (অধিনায়ক), প্রিয়ানাক পাঞ্চল, শ্রেয়াস আইয়ার, ইশাঙ্ক জাগ্গি, রিশব পান্ত, ইশান কিষান (উইকেট কিপার), বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, কুলদিপ যাদব, অনিকেত চৌধুরি, সিভি মিলিন্দ ও নিতিন সাইনি।
Discussion about this post