এশিয়া কাপে দুর্দান্ত শুরুর পর এবার বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ রাতে দুবাইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। হংকংকে উড়িয়ে আত্মবিশ্বাসী টাইগারদের জন্য এ ম্যাচটি সুপার ফোরের টিকিট পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। নিদাহাস ট্রফির পর থেকে দুই দলের লড়াইয়ে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। ২০২৩ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট ঘটনাও দ্বন্দ্বে নতুন রং দিয়েছে। সমর্থকদের কাছে এই লড়াই তাই আর সাধারণ ম্যাচ নয়।
সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশ দল এবারও সেই আত্মবিশ্বাসে ভর করে মাঠে নামবে। যদিও পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে শ্রীলঙ্কার জয় ১২টি আর বাংলাদেশের জয় ৮টি। তবে সাম্প্রতিক সময়ে টাইগারদের ধারাবাহিক পারফরম্যান্স তাদের এগিয়ে রাখছে।
বাংলাদেশ দলের পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য কেবল জয়। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল। তবে আমরা তাদের ভালো চিনি, পরিকল্পনা করেই খেলব। ম্যাচ জেতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এশিয়া কাপ ২০২৫
বাংলাদেশ-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট
সনি স্পোর্টস, টি স্পোর্টস ও নাগরিক টিভি
Discussion about this post