হারের বৃত্তে বন্ধী ছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। একের পর হারে বিপর্যস্ত সেই দলটাই এবার মাথা তুলে দাঁড়াল। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে হারাল শক্তিশালী পাকিস্তান নারী দলকে। সোমবার মালয়েশিয়ায় মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ।
কুয়ালালামপুরে পাকিস্তানকে ৯৫ রানে বেঁধে রাখে বাংলাদেশ। তারপর ম্যাচ জিতে ১৩ বল বাকি রেখেই। পাকিস্তান অবশ্য ৫৭ রানে ৫ উইকেট হারায়। এরপর সানা মিরের অপরাজিত ২১ রান করে দলকে সম্মানজনক অবস্থানে নেন।
২৩ রানে ২ উইকেট নেন বাংলাদেশের নাহিদা আক্তার। খাদিজা তুল কুবরা ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান। ১৮ রানে এক উইকেট তুলে নেন ফাহিমা খাতুন।
এরপর ওপেনার শামিমা সুলতানা করেন ৩৩ বলে ৩১। নিগার সুলতানা অপরাজিত ৩১ রানে। ফাহিমা খেলেন ১৯ বলে ২৩ রানের দারুণ ইনিংস।
১ উইকেটের পর ২৩ রানের অপরাজিত থাকা ফাহিমা খাতুন হয়েছেন ম্যাচ সেরা।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ৯৫/৫ (নাহিদা ১৩, মুনিবা ৭, বিসমাহ ১১, জাভেরিয়া ১৮, নিদা ১৭*, কাইনাত ৩, সানা ২১*; জাহানারা ০/৮, সালমা ১/২৫, নাহিদা ২/২৩, খাদিজা ০/১৩, ফাহিমা ১/১৮, রুমানা ১/৬)।
বাংলাদেশ: ১৭.৫ ওভারে ৯৬/৩ (শামিমা ৩১, আয়েশা ৫, ফারজানা ২, নিগার ৩১*, ফাহিমা ২৩*; আনাম ১/৯, নাশরা ১/১৮, নিদা ১/২৮)।
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফাহিমা খাতুন
Discussion about this post