ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অর্থ সঙ্কটের কাছে হার মানেই হলো। আগামী বছর বাংলাদেশের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় ম্যাচটি খেলার কথা থাকলেও সরে দাঁড়াল আয়ারল্যান্ড। আর্থিক সঙ্কট বাধা হয়ে দাঁড়াল। অবশ্য বাংলাদেশের বিপক্ষে প্রস্তাবিত তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। বিসিবি রাজি থাকলে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজও খেলবে তারা।
একইসঙ্গে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তাবিত পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজও বাদ দিল আয়ারল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট আয়োজন করতে ১ মিলিয়ন ইউরো দরকার আয়ারল্যান্ডের। এতো বেশি অর্থ তারা বিনিয়োগ করলে উঠবে কীনা তা নিয়ে শঙ্কা আছে। ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রাম বলেন, ‘২০২০ সালে অগ্রাধিকার জোনে লাল বলের চেয়ে সাদা বলের ক্রিকেট এগিয়ে রয়েছে। আমরা তিন ফরম্যাটের ক্রিকেটই খেলতে চাই। কিন্তু দুঃখজনকভাবে আমাদের কিছু আর্থিক সীমাবদ্ধতা আছে। এ কারণে আগামী বছরের টেস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে আমাদের সরে আসতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু টেস্ট ম্যাচটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, এ কারণে সেটি খুব একটা গুরুত্ব পাচ্ছে না। এই ম্যাচটি আয়োজন করতে আমাদের ১ মিলিয়ন ইউরো খরচ হবে। এতোগুলো ইউরো খরচ করে এই ম্যাচ আয়োজন করে লাভ হবে কিনা সেটাও নিশ্চিত নয়।’
Discussion about this post