ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এক টানা ক্রিকেটে ক্লান্ত ক্রিকেটাররা। এখন ব্যস্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। এই ধাক্কা সামলে উঠার সময় নেই। এরপরই বাংলাদেশের সঙ্গে লড়বে ভারতীয় ক্রিকেট দল। ক্লান্তি পেয়ে বসেছে বিরাট কোহলিকে। এ কারণেই আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টি-টুয়েন্টি সিরিজে বিশ্রামে থাকতে পারেন ভারত অধিনায়ক। এ
নভেম্বরের শুরুতেই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সফরে যাচ্ছে বাংলাদেশ। প্রথমে সেখানে দলটি খেলবে তিনটি টি-টুয়েন্টি। এরপরই দুটি টেস্ট। টি-টুয়েন্টি সিরিজে বিশ্রামে থাকতে পারেন কোহলি। ভারতের নেতৃত্বে আসতে পারেন রোহিত শর্মা।
জানা গেছে-দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর বিরাটের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ বিশ্রাম দেওয়ার আগে ক্যাপ্টেনের মতামত নেওয়া জরুরি।
ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টেুয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ ডিসেম্বর। পরের দুই ম্যাচ যথাক্রমে ৭ ও ১০ নভেম্বর। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ হবে ইন্দোরে, ১৪ নভেম্বর থেকে৷ আর দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর থেকে কলকাতায়৷ তারপর ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি-টুয়েন্টি আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় দল।
Discussion about this post