ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তাকে নিয়ে বেশ সন্তুষ্ঠ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ ক্রিকেটাররা বেশ সহযোগিতা পাচ্ছিলেন। তামিম ইকবাল-মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গেও বেশ মানিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু করোনার এই সময়টাতে এসে পাল্টে গেল দৃশ্যপট। পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিল ম্যাকেঞ্জি।
গত আগষ্টে সরে দাঁড়ানোর সেপ্টেম্বরের শুরুতেই নতুন চাকরি পেলেন এই দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা হাই পারফরম্যান্স ম্যানেজমেন্টে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশের সাবেক এই ব্যাটিং পরামর্শককে।
ম্যাকেঞ্জিসহ সাত জনকে বৃহস্পতিবার হাই পারফরম্যান্স ম্যানেজমেন্টে নিয়োগের খবর জানিয়েছে দক্ষিণ আফ্রিকান বোর্ড। তারা দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ ও নারী দলের কোচিং স্টাফদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
গত মাসে পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দ্বায়িত্ব থেকে সরে দাঁড়ান ম্যাকেঞ্জি। ২০১৮ সালের জুলাইয়ে তাকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর দুই বছরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দারুণ এক বন্ধন তৈরি হয়। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ সবারই প্রিয় হয়ে উঠেন তিনি।
দক্ষিণ আফ্রিকান জাতীয় দলে প্রায় ৯ বছর খেলেছেন ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট ও ৬৪ ওয়ানডে খেলেছেন ম্যাকেঞ্জি। অবসরের পর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচের দ্বায়িত্বে দেখা গেছে তাকে।
Discussion about this post