ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পরও উত্তেজনার ছায়া পড়েছে উপমহাদেশের ক্রিকেটে। তীব্র রাজনৈতিক ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তায় বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফর ঝুলে গেছে অনিশ্চয়তায়। তবে এর মাঝেও কিছুটা স্বস্তির খবর-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পূর্বনির্ধারিত টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে সময়মতোই।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ বোর্ড পরিচালকদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসেন পাকিস্তান সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। বৈঠক শেষে বোর্ড জানিয়েছে, খেলোয়াড় ও কোচিং স্টাফদের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করবে না বিসিবি। পাকিস্তানের বর্তমান অস্থির প্রেক্ষাপট বিচার করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
বিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই বিসিবির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সফর (পাকিস্তান) নিয়ে যেকোনো সিদ্ধান্ত পাকিস্তানের বর্তমান পরিস্থিতি সতর্কতার সঙ্গে বিবেচনা করে নেওয়া হবে, যেটা বাংলাদেশ ক্রিকেট ও দলের সর্বোচ্চ স্বার্থ দেখবে।’
এই অবস্থায় বোর্ডের নজর এখন একেবারে সংযুক্ত আরব আমিরাত সফরের দিকেই। বিসিবি জানিয়ে দিয়েছে- ১৭ ও ১৯ মে শারজাহতে স্বাগতিক আমিরাত দলের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে বিসিবি বলেছে, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের অংশগ্রহণ ও প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখতে নির্ধারিত সূচি অনুযায়ী আমিরাত সফর হবে। এই সফর এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে।’
আজ পাকিস্তান থেকে নিরাপদে দেশে ফিরে এসেছেন পিএসএলে অংশ নেওয়া রিশাদ হোসেন ও নাহিদ রানা। একইসঙ্গে আপাতত বন্ধ হয়ে গেছে পুরো পাকিস্তান সুপার লিগও।
তবে আশার আলোও আছে-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা আসায়, পাকিস্তানের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হলে আবারও আলোচনায় ফিরতে পারে বাংলাদেশ দলের সফর।
Discussion about this post