টেস্ট সিরিজ শেষ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি মিশন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম টি-টুয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। আর সেই দলটাতে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়লেন আট জন। দলে নতুন মুখ পাঁচ জন। ফিরেছেন তিন ক্রিকেটার। চোটের কারণে টেস্ট সিরিজে খেলতে না পারা সাকিব আল হাসান টি-টুয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন।
বিপিএলে দুর্দান্ত খেলে প্রথমবারের মতো দলে জায়গা পেলেন অলরাউন্ডার আরিফুল হক, পেসার আবু জায়েদ চৌধুরী রাহি, অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান, জাকির হাসান আর রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার আফিফ হোসেন।
ওয়ানডে ও টেস্ট দলে না থাকলেও টি-টুয়েন্টিতে আছেন সৌম্য সরকার। দল থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।
১৫ ফেব্রুয়ারি ২ ম্যাচ সিরিজের টি-টুয়েন্টির প্রথম ম্যাচ হবে মিরপুরে। ১৮ তারিখ পরের ম্যাচটি হবে সিলেটে।
বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক, মেহেদি হাসান, জাকির হাসান, আফিফ হোসেন।
Discussion about this post