আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের নতুন তালিকা বাংলাদেশের জন্য সুখবর বয়ে আনেনি। চার ব্যাটার একসঙ্গে পিছিয়ে গেছেন, অন্যদিকে অস্ট্রেলিয়ানরা চমকে দিয়েছেন দুর্দান্ত লাফে।
লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম- প্রত্যেকেই দুই ধাপ করে অবনতি হয়েছেন। মিরাজের অবস্থান এখন ৭২তম, লিটন ৭৯তম আর সৌম্য ও তানজিদ ভাগাভাগি করছেন ৮৭তম স্থান। তবে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন নাজমুল হোসেন শান্ত, যিনি ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৩২তম স্থানে। তাওহিদ হৃদয় ও জাকের আলিও সেরা একশতে জায়গা ধরে রেখেছেন।
অন্যদিকে সিরিজ বাঁচানো ম্যাচে ক্যামেরন গ্রিনের আগুনঝরা সেঞ্চুরি র্যাঙ্কিংয়ে এনে দিয়েছে অসাধারণ উত্থান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৫ বলে ১১৮ রান করে তিনি ৪০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৭৮তম স্থানে পৌঁছেছেন। তার সতীর্থ মিচেল মার্শ ও ট্রাভিস হেডও উন্নতি করেছেন- মার্শ এখন ৪৪তম, আর হেড এক ধাপ এগিয়ে যৌথভাবে ১১তম স্থানে।
শেষ ম্যাচে হেড (১৪২), মার্শ (১০৩) ও গ্রিনের (১১৮*) ইনিংসে ৪৩১ রানের পাহাড় তোলে অস্ট্রেলিয়া। জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৫৫ রানে, ফলে বড় জয় পেয়ে হোয়াইটওয়াশ এড়ায় অজিরা।
বোলারদের তালিকায় অবশ্য নতুন সমীকরণ তৈরি হয়েছে। শ্রীলঙ্কার মাহিশ থিকশানা ও দক্ষিণ আফ্রিকার কেশাভ মহারাজ এখন যৌথভাবে শীর্ষে— দুজনের রেটিং সমান ৬৭১। অস্ট্রেলিয়ার শন অ্যাবট (৪৮তম) ও ন্যাথান এলিস (৬৫তম)ও উল্লেখযোগ্য উন্নতি করেছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে এখনও অপরিবর্তিত আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
Discussion about this post