আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের সেই দলে চমক হিসেবে আছেন মাহমুদুল হাসান জয়। টেস্ট ক্রিকেটের পর বিপিএলে ভাল খেলায় ওয়ানডের দরজা খুলে গেল এই তরুণের। টেস্ট দলের নিয়মিত সদস্য ইবাদত হোসেন চৌধুরিও প্রথমবার ডাক পেলেন ওয়ানডে দলে।
গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ দল। সেই দল থেকে এবারের দলে পরিবর্তন এনেছেন নির্বাচকরা। আগের স্কোয়াডের ৭ জন বাদ পড়েছেন। নতুন নাম যুক্ত হয়েছে ২ জন। দলে ফিরেছেন ৩ জন।
জিম্বাবুয়েতে বাংলাদেশের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন। সাইফউদ্দিন চোট পেয়ে মাঠের বাইরে। এরমধ্যে দলে ফিরে এসেছেন নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী ও নাসুম আহমেদ।
১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আফগানিস্তানের ক্যাম্প চলবে সিলেটে। ১৮ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর চট্টগ্রামে ২৩ ফেব্রুয়ারি হবে বাংলাদেশের সঙ্গে প্রথম ওয়ানডে। একদিন বাদেই দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি। তারপর ঢাকায় দুইটি টি-টুয়েন্টি হবে ৩ ও ৫ মার্চ।
বাংলাদেশ দল-
তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম,সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।
Discussion about this post