টেস্টে টানা চারদিন রাজত্ব করার পর এ কেমন হার! রীতিমতো বিশ্বাস অার অবিশ্বাস দোলায় দুলতে হচ্ছে টাইগার ভক্তদের। যে ম্যাচটা জয়ের কথাও ভাবছিল দল, তাতেই কীনা এমন স্বপ্ন ভঙ্গ। উল্টো হারের লজ্জায় নীল হতে হল বাংলাদেশকে।
ওয়েলিংটন টেস্টের এই ব্যর্থতা অনেক দিন পোড়াবে বাংলাদেশ ক্রিকেট দলকে। জয় কিংবা ড্রয়ের আশা করতে যাওয়া সেই ম্যাচটাতে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেন উইলিয়ামসনের ১৫তম টেস্ট সেঞ্চুরিতে অনায়াস জয় পায় কিউইরা। আর তাতেই দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল কেন উইলিয়ামসনের দল।
বেসিন রিজার্ভে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ছিল দাপট। কিন্তু দ্বিতীয় ইনিংসে ১৬০ রানে অল আউট মুশফিকুর রহীমের দল। তাতেই পঞ্চম দিনে নিউজিল্যান্ডের সামনে ২১৭ রানের লক্ষ্য দেয় টাইগাররা। কেন উইলিয়ামসন ও রস টেলরের সর্বনাশা ১৬৩ রানের জুটিতে সহজেই পথ খুঁজে পায় কিউইরা। উইলিয়ামসনের অপরাজিত ১০৪ ও টেলরের ৬০ রানে ৩৯.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।
এমন এক হারের ব্যখা নেই। হতাশায় পুড়ছে ভক্ত আর ক্রিকেটাররা। দেশের বাইরে অনন্য এক অর্জনের সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। নিউজিল্যান্ড সফরে টানা সাত ম্যাচ হারল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫২ ওভারে ৫৯৫/৮ ডি.
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫৩৯
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৭.৫ ওভারে ১৬০ (তামিম ২৫, ইমরুল ৩৬*, মুমিনুল ২৩, মাহমুদউল্লাহ ৫, মিরাজ ১, সাকিব ০, সাব্বির ৫০, মুশফিক আহত অবসর ১৩, তাসকিন ৫, রাব্বি ১, শুভাশীষ ০; বোল্ট ৩/৫৩, সাউদি ১/৩৪, স্যান্টনার ২/৩৬, ওয়াগনার ২/৩৭)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৯.৪ ওভারে ২১৭/৩ ( ল্যাথাম ১৬, রাভাল ১৩, উইলিয়ামসন ১০৪*, টেলর ৬০, নিকলস ৪*; মিরাজ ২/৬৬, রাব্বি ০/৩১, সাকিব ০/৩০)
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেট জয়ী
ম্যাচসেরা: টম ল্যাথাম
Discussion about this post