আগের দিন স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। মনে হচ্ছিল শেষ দিনে এসে ভাল একটা স্কোর করে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা দেখা গেল ভিন্ন চিত্র। মুশতাক আহমেদের কথা মতো হলো না। বাকি তিন উইকেট নিয়ে তেমন কিছুই করা হয়নি বাংলাদেশের। তার অর্থ দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে জিতল অনায়াসে। আজ বৃহস্পতিবার তারা ৭ উইকেটে হারাল নাজমুল হোসেন শান্তর দলকে।
যদিও বাংলাদেশের প্রথম ইনিংসেই নির্ধারিত হয়ে যায় মিরপুর টেস্টের ফল। তারপর অবশ্য মেহেদী হাসান মিরাজের ব্যাটিং আর তাইজুল ইসলামের বোলিং খেলাটাকে কিছুটা প্রাণ দিয়েছিল। কিন্তু অন্যরা কিছু করতে না পারায় হারতেই হলো। ৭ উইকেটের বড় হারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করল বাংলাদেশ।
মিরপুরের মাঠে সিরিজের ১ম টেস্টে টসে জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হয়ে যায়। সেখানেই সর্বনাশ। এরপর প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা লিড নেয় ২০২ রান। প্রথম ইনিংসে তারা করে ৩০৮। ২০২ রানে পিছিয়ে থেকে অবশ্য ভালই ব্যাট করেছেন মিরাজ ও জাকের আলী অনিক। দুজনের হাফ সেঞ্চুরিতে লিড নেয় বাংলাদেশ।
কিন্তু ২০২ রানের লিড টপকে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১০৬ রানের লক্ষ্য দেয় টাইগাররা। যা আজ সহজেই টপকে গেল প্রোটিয়ারা। তার পথ ধরে এশিয়ার মাটিতে ১০ বছরে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট জয় দেখল।
মেহেদী হাসান মিরাজ ও জাকের আলীর ১৩৮ রানের রেকর্ড জুটির কারণেই খেলা গড়ায় ৪র্থ দিনে। ৬ উইকেটে ১১২ রান করা বাংলাদেশ এই জুটির কল্যাণেই দ্বিতীয় ইনিংসে তুলে ৩০৭ রান। স্বপ্ন দেখাচ্ছিল মিরাজের ব্যাট। কিন্তু তিনি ৯৭ রানে আউট। কাগিসো রাবাদ উইকেট নেন ৬টি।
জবাবে নেমে উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন এইডেন মার্করাম ও টোনি ডি জোর্জি। মার্করাম ২০ রান আউট। ছক্কা মারতে গিয়ে আউট ৪১ রান করে ফেরেন ডি জোর্জি। রায়ান রিকেল্টনকে নিয়ে ম্যাচ শেষ করেন ৩০ রানে অপরাজিত থাকা ট্রিস্টান স্টাবস।
প্রথম ইনিংসে ৫টির পর দ্বিতীয়বার ৩ উইকেট তুলেন স্পিনার তাইজুল।
সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সুযোগ পাবে লড়াইয়ে ফেরার। আগামী মঙ্গলবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৬/১০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩০৮/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৮৯.৫ ওভারে ৩০৭/১০(মিরাজ ৯৭, নাঈম ১৬, তাইজুল ৭, হাসান ৪*; রাবাদা ১৭.৫-৪-৪৬-৬, মুল্ডার ১৩-৩-৪০-১, মহারাজ ৩৭-১০-১০৫-৩, পিট ১৯-০-৯৫-০, মার্করাম ৩-১-৭-০)।
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ১০৬): ২২ ওভারে ১০৬/৩ (ডি জোর্জি ৪১, মার্করাম ২০, স্টাবস ৩০*, বেডিংহ্যাম ১২, রিকেলটন ১*; হাসান ৫-২-১২-০, তাইজুল ১১-১-৪৩-৩, মিরাজ ২-০-১৩-০, নাঈম ২-০-২০-০, মুমিনুল ২-০-১৬-০)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে জয়ী।
Discussion about this post