মুশফিক-তামিম ইকবালদের বেশ গুরুত্ব দিয়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরকারীরা ভাল করেই জানে দেশের মাঠে টাইগাররা ভয়ংকর এক দল। বাংলাদেশ সফরকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে ডারউইনে অনুশীলন শুরু করছে অজি ক্রিকেট দল। তার আগে বুধবার অধিনায়ক স্টিভেন মেতে উঠলেন টাইগার বন্দনায়। ফক্স স্পোর্টসে নিজের কলামে লিখেন, ‘তারা (বাংলাদেশ) অবশ্যই বিপজ্জনক এক দল। গত দুই বছরে তারা উল্লেখ করার মতো উন্নতি করেছে, বিশেষ করে ঘরের মাঠে।’
ভুল বলেন নি স্মিথ। গত ২০১৪ সাল থেকে দেশের মাঠে এ পর্যন্ত ১২টি টেস্ট খেলেছে বাংলাদেশ। তার মধ্যে জিতেছে চারটিতে, ড্র পাঁচটি। আরহেরেছে মাত্র তিনটি টেস্টে। সেই দলের মুখোমুখি হওয়ার আগে স্মিথ জানালেন, ‘দেখুন, আমরা ভারতে কিছু ব্যাপারে খুবই ভালো করেছি। তবে যথেষ্ট লম্বা সময়ের জন্য তা করতে পারিনি। আমাদের এটা থেকে অবশ্যই শিখতে হবে।’ ভারতের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া।
বাংলাদেশের অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে ডারউইনে অনুশীলন করবে বাংলাদেশ দল। এনিয়ে স্মিথ জানালেন, ‘বাংলাদেশে আমরা যেমন উইকেট দেখবো তার কাছাকাছি উইকেট (ডারউইনে) পাবো নিশ্চিত করতে প্রতি দুই সপ্তাহে আমরা কোনো একজনকে সেখানে পাঠিয়েছি। আমাদের স্পিন বোলিং উপদেষ্টা শ্রীধরন শ্রীরাম কয়েক স্পিনারকে নিয়ে কয়েকবার গেছেন।’
সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ আগষ্ট বাংলাদেশ সফরে আসবে অজি ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের সঙ্গে দুটি টেস্ট খেলবে তারা। ২২ থেকে ২৩ আগস্ট ফতুল্লায় একটি দুইদিনের ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্ট মিরপুরে ২৭ থেকে ৩১ আগস্ট। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৪ থেকে ৮ সেপ্টেম্বর।
Discussion about this post