তিনবছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তি করতে চাইছেন মুশফিকুর রহীমরা। রোববার ফতুল্লায় সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই হবে!
অধিনায়ক মুশফিক বলছিলেন-‘দেখুন, নিউজিল্যান্ডের বিপক্ষে সব ম্যাচ জেতা খুবই সম্ভব। আমরা এখন সেটাই ভাবছি।’ সঙ্গে বাংলাদেশ অধিনায়ক আরো যোগ করলেন,
‘নিউজিল্যান্ড শক্তিশালী দল। তারা যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। তারপরও আমরা আশাবাদী, আত্মবিশ্বাসীও। আমরা জিততে চাই।’
সিরিজ শুরুর আগেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাকে ছাড়াই টানা ২ ওয়ানডে জয়। মুশফিক বলেলন, ’সাকিব নেই এটা শুরুতে ভয় পাইয়ে দিয়েছিল। কিন্তু টিমস্পিরিটই আমাদের জয় এনে দিল। এখন আমাদের ম্যাচ উইনারের অভাব নেই।’
বাড়িয়ে বলেন নি মুশফিক। এখন তো মমিনুল-সোহাগ গাজীরাও ম্যাচ জেতাচ্ছেন নিয়মিত!
Discussion about this post