বয়সের সঙ্গে পাল্লা দিয়ে যেন ভাল খেলার ধারাবাহিকতা ধরে রাখছেন মাশরাফি বিন মুর্তজা। তার এনামুল হকের ম্যাজিকে বৃহস্পতিবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারাল আবাহনী। এনিয়ে টানা পঞ্চম জয় পেল দলটি।
পঞ্চম রাউন্ডের ম্যাচে ৪৭ রানে জিতে নাসির হোসেনের দল। ২৭০ রান তাড়ায় ২২৩ রানে অলআউট শেখ জামাল। লিগে এটি তাদের দ্বিতীয় হার। ২৯ রানে ৫ উইকেট নেন মাশরাফি। এবারের আসরে পাঁচ ম্যাচে তৃতীয়বারের মতো ম্যাচ সেরা হলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৫০ ওভারে ২৭০/৭ (এনামুল ১১৬, সাইফ ৮, শান্ত ১, নাসির ১১, মিঠুন ১৪, মোসাদ্দেক ৪৯, মাশরাফি ৬, মিরাজ ৩৪*, সানজামুল ২৪*; জায়েদ ১/৬৪, নাজমুল ০/৪৭, সোহাগ ১/১০, সানি ১/৪৭, রবিউল ৩/৪৭, সাক্সেনা ১/৪০, জিয়া ০/১৪)
শেষ জামাল ধানমণ্ডি ক্লাব: ৪৫.৩ ওভারে ২২৩ (সৈকত ৩১, জিয়া ১, সাক্সেনা ৪৩, সানি ১৬, সোহাগ ০, নুরুল ৮৩, তানবীর ৫, ইমরান ২৪, নাজমুল ৩, রবিউল ৪*, আবু জায়েদ ০; মাশরাফি ৫/২৯, সানজামুল ১/৪৩, হোসেন ০/৫৬, মিরাজ ২/৪৪, নাসির ০/৫, সাকলাইন ১/৩৫, মোসাদ্দেক ০/১০)
ফল: আবাহনী ৪৭ রানে জয়ী
ম্যাচসেরা: মাশরাফি বিন মুর্তজা ও এনামুল হক
#########
ঢাকা লিগের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় তুলে নিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ২ উইকেটে জিতল গাজী। ব্রাদার্সের ২৭৩ রান ৫ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
সংক্ষিপ্ত স্কোর:
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৭৩/৫ (মিজানুর ১, জুনায়েদ ৪৩, মাইশুকুর ৮, দেবব্রত ১১২*, কাপালী ৪১, ইয়াসির ৫৪, শুভ ৭*; রুহেল ২/৫৬, মেহেদি ০/৫৭, হায়দার ১/৬৪, নাঈম ২/২৯, গুরকীরাত ০/১৭, রাজিবুল ০/৪৯)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৯.১ ওভারে ২৭৬/৮ (মেহেদি ১০, ইমরুল ৬৫, মমিনুল ৫৭, নুরুজ্জামান ৮, গুরকীরাত ৭১*, জাকের ১৫, নাদিফ ১৫, রাজিবুল ১, হায়দার ০, নাঈম ১১*; খালেদ ২/৫৭, ইফতেখার ১/৪৯, রানা ২/৪৯, কাপালী ১/৪১, শুভ ০/৩৪, নিহাদ ২/৪৩)
ফল: গাজী গ্রুপ ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: গুরকীরাত সিং
Discussion about this post