ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বল হাতে সেই আগের ছন্দে তাসকিন আহমেদ। অবশ্য উইকেটও পেয়েছেন মনের মতো। সবুজ ঘাসের উইকেটে ঝড় তুললেন এই পেসার। ইনিংসে পাঁচ উইকেট নিয়ে মধ্যাঞ্চলকে উড়িয়ে দিলেন এই পেসার। শেষ বেলায় দ্রুত ৩ উইকেট হারালেও লিডের পথে উত্তরাঞ্চল।
বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন শেষে দলটির সংগ্রহ ৩ উইকেটে ৮৯ রান। ১৮ রানে ব্যাট করেন নাঈম ইসলাম। মুশফিকুর রহিম ১৫ বলে খেলছেন ১ রানে। ৮১ রানে পিছিয়ে উত্তরাঞ্চল।
অবশ্য টেস্ট খেলতে পাকিস্তান থাকার কথা ছিল তাসকিনের। কিন্তু নির্বাচকরা ফিটনেস নিয়ে তথ্য পাননি। তবে শুক্রবার প্রমাণ মিলল তাসকিন ফিট। তার পথ ধরে ক্যারিয়ার সেরা বোলিং করে ৫৪ রানে নেন পাঁচ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে তার আগের সেরা ছিল ৬৭ রানে ৫ উইকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চলের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেওয়া উত্তরাঞ্চল। সবুজ উইকেটে তাসকিন ছিলেন অপ্রতিরোধ্য। ৮ রানের মধ্যে চার উইকেট হারায় মধ্যাঞ্চল। তাসকিন নেন তিনটি।
এবার লড়াই করেন রকিবুল হাসান। ১০ চারে ৭০ রান করেন তিনি। ১৭০ রানে অলআউট মধ্যাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর-
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৪৮.৫ ওভারে ১৭০/১০ (নাঈম ০, মজিদ ৫, মার্শাল ১, রকিবুল ৭০, তাইবুর ০, শুভাগত ২১, জাকের ১৯, শহিদুল ৫, সানি ২৫, মুকিদুল ১১, মুস্তাফিজ ৬; সাকিল ১৩-২-৩৫-২, তাসকিন ১৪-৩-৫৪-৫, সুমন ১৩-২-৩৫-১, আরিফুল ৬-০-২৬-১, এনামুল জুনিয়র ২.৫-০-১৮-১)
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৩৬ ওভারে ৮৯/৩ (রনি ১৯, জুনায়েদ ৪৭, মাহিদুল ০, নাঈম ৯*, মুশফিক ১*; মুস্তাফিজ ১৩-৩-৪৬-১, শহিদুল ৯-৪-২৭-০, মুকিদুল ৩-১-৫-০, আরাফাত ৬-২-৮-১, শুভাগত ৫-৪-১-১)
Discussion about this post