ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের জাতীয় দলে নিয়মিত হতে লড়ে যাচ্ছেন তাসকিন আহমেদ। সেই লড়াইয়ে সাফল্যও মিলছে। প্রস্তুতি ম্যাচে বল হাতে চমক দেখাচ্ছেন জাতীয় দলের এই তারকা পেসার। আগের ম্যাচের মতো এখানেও তাসকিন নিয়েছেন ৩ উইকেট।
সোমবার দ্বিতীয় এই দুই দিনের ম্যাচের প্রথম দিনে ওটিস গিবসন একাদশ তুলেছে ৮ উইকেটে ২৪৮ রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দিনে অবশ্য খেলা হয়েছে ৭২ ওভার।
যেখানে ইমরুল কায়েস তুলেছেন ৫৯ রান। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ৫৬ আর লিটন দাস তুলেছেন ৪৪ রান। রায়ান কুক একাদশের হয়ে ভাল বল করলেন তাসকিন। কিন্তু অন্য তিন পেসার মোহাম্মদ সাইফ উদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ ও আল আমিন হোসেন আর স্পিনার তাইজুল ইসলাম তেমন কিছু করতে পারেন নি।
তবে দিনের শেষ দিকে বল হাতে আবারও চমক দেখালেন মোহাম্মদ মিঠুন। তিনি ফেরান নাঈম হাসান ও ইবাদত হোসেনকে।
সংক্ষিপ্ত স্কোর-
ওটিস গিবসন একাদশ: ৭২ ওভারে ২৪৮/৮ (সাইফ ৭, ইমরুল ৫৯, শান্ত ২, মাহমুদউল্লাহ ৫৬, লিটন ৪৪, সৌম্য ২৬, মোসাদ্দেক ২৯*, নাঈম ৮, ইবাদত ০, রুবেল ০*; তাসকিন ১১-২-৪২-৩, সাইফ উদ্দন ১১-১-৪২-১, খালেদ ১১-১-৩১-০, আল আমিন ১০-৩-৩৬-১, তাইজুল ২৬-৪-৭৬-১, মিঠুন ৩-১-১০-২)।
Discussion about this post