যেন প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল। বছর জুড়ে সাফল্যের স্বীকৃতি পেলেন তিনি। শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার হলেন মাইকেল ক্লার্ক। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। এ বছরের আগস্ট পর্যন্ত নৈপুণ্যের কথা বিবেচনা করে বর্ষসেরা নির্বাচিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
এবার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হলেন কুমার সাঙ্গাকারা। অবশ্য টেস্টে এবার ক্লার্কের সামনে সবাই ম্লান। বছরে তার ব্যাট থেকে এসেছে ১৫৫৯ রান। অবশ্য কম যাননি ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকও। তিনি করেছেন ১২৫৯ রান। এমন সম্মান পেয়ে অজি অধিনায়ক বলছিলেন, ‘সত্যি বলতে কি আমি বিস্মিত। দেখুন, বেশ কয়েকজন ক্রিকেটারই বছর জুড়ে ভালো খেলেছে। আমার মনে হয় অস্ট্রেলিয়া বেশি ভালো খেলেছে বলেই সেরা হয়েছি।’
আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হলেন ভারতের চেতেশ্বর পুজারা।
এদিকে আইসিসি স্পিরিট অব দ্য ক্রিকেটারের তালিকায় ছিলেন বাংলাদেশের ফরহাদ রেজা। কিন্তু তাকে পেছনে ফেলে এ খেতাব পেলেন মাহেলা জয়াবর্ধনে।
Discussion about this post