আইসিসির বর্ষসেরা টেস্ট জুটি হয়েছেন আগেই। সাকিব আল হাসান মুশফিকুর রহীমের সঙ্গে সেরা হয়েছিলেন। এর আগে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা করে নিয়েছিলেন সাকিব। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশেও জায়গা পেলেন তিনি।
২০১৭ সালে সব মিলিয়ে ২৯টি টি-টুয়েন্টিতে ৪৪৭ রান করেন সাকিব। বল হাতে নেন ৩৭ উইকেট। এ বাঁহাতির সেরা বোলিং গেল বিপিএলে ১৬ রানে ৫ উইকেট। এ পারফর্মম্যান্সই বিশ্বসেরা অলরাউন্ডারকে ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশে জায়গা করে দিয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশে তিনজন রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের। পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুই জন। বাংলাদেশ ও আফগানিস্তানের রয়েছেন এক জন করে। অবশ্য ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও জিম্বাবুয়ের কেউ সুযোগ পায়নি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশ
ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, এভিন লুইস, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, লুক রনকি (উইকেটকিপার), সাকিব আল হাসান, সুনীল নারিন, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও রশিদ খান।
Discussion about this post