২০১৫ সালের বড় অবিস্কার যেন তিনি। আসলেন, দেখলেন এবং জয় করলেন। বল হাতে রীতিমতো শাসন করে নজর কেড়েছেন মুস্তাফিজুর রহমান। সঙ্গে আরেক পুরনো যোদ্ধা সাকিব আল হাসানও ছিলেন দারুণ ফর্মে। তাইতো দু’জন জায়গা করে নিলেন
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো ২০১৫ সালের বর্ষসেরা ওয়ানডে দলে।
মজার বিষয় হল- ভারত ও পাকিস্তানের, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোন ক্রিকেটারের জায়গা হয়নি এই তালিকায়। এশিয়ার মধ্যে আছেন শুধুই শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।
এদিকে ক্রিকইনফো বর্ষসেরা টেস্ট দলও ঘোষণা করেছে। এখানে অবশ্য নেই কোন টাইগার ক্রিকেটার।
ওয়ানডে একাদশ-
ব্রেন্ডন ম্যাককলাম (নিউজিল্যান্ড), মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।
টেস্ট একাদশ-
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), অ্যালেস্টার কুক (ইংল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলঙ্কা), দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), রবীচন্দ্রন অশ্বিন (ভারত), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), জস হাজলেউড (অস্ট্রেলিয়া), ইয়াসির শাহ (পাকিস্তান)।
Discussion about this post