আবারো ভয়াবহ বন্য ধেয়ে এসেছে।বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ এখন চরম দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিনই মিলছে দুঃসংবাদ! বন্যার পানিতে ভেসে যাচ্ছে একের পর এক এলাকা। মানবেতর জীবন যাপন করছে লাখো মানুষ। বিশুদ্ধ পানি নেই। খাবার নেই। আশ্রয় নেই! সেই ১৯৮৮ সালের বন্যার স্মৃতি যেন জেগে উঠছে। ঠিক এমন সময়ে অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানালেন মুশফিকুর রহীম। জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক কথায় থাকল দুর্গতদের জন্য সহযোগিতার অাকুতি।
মঙ্গলবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে লাইভে এসে ভক্ত-সমর্থক, দেশবাসির প্রতি বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন মুশফিক।
প্রায় ৮০ সেকেন্ডের এই ভিডিও বার্তায় মুশফিক মুশফিক বলেন, ‘আসসালামু আলাইকুম। অনেক কষ্ট, আশা এবং অনুরোধ নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে, বাংলাদেশে এখন বন্যার কতটা ভয়াবহ অবস্থা। আমি তাদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়েছি। আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা অনেকেই হয়তো বা সাহায্য করেছেন এবং আরো সাহায্য প্রয়োজন। আপনারা আর্থিকভাবে কিংবা ত্রাণ সহায়তা দিয়ে, যেভাবেই হোক তাদের পাশে এসে দাঁড়ান। বিশেষ করে আমাদের উত্তর বঙ্গের মানুষজন, দিনাজপুর-ঠাকুরগাঁও মানুষজনের অবস্থা অনেক অনেক খারাপ। আমি অবশ্যই আপনাদের কাছে অনেক অনুরোধ জানাচ্ছি, ত্রাণ বা আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করতে না পারলেও, অন্তত আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে তাদের ভয়াবহ দুর্দশার তাড়াতাড়ি অবসান ঘটে এবং তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং এই বানবাসি মানুষদের সাহায্য করি। এই অনুরোধটার জন্যই আজ আমি আপনাদের সামনে এসেছি। আশা করি আপনারা আমাদের, বিশেষ করে আমার এই অনুরোধটুকু রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।’
https://www.facebook.com/MushfiqurOfficial/videos/10155361549802012/
Discussion about this post