ক্রিকেট মাঠে তিনি অনেকবার আগুন ছড়িয়েছেন, জিতিয়েছেন দেশকে বহু ম্যাচ। পথ চলতে গিয়ে জীবনকে নানাভাবে দেখেছেন তিনি। মাঠের বাইরের সেই উপলব্ধি নিয়ে এবার সাকিব আল হাসান মুখ খুললেন। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে নিজের পুরোনো সতীর্থ ও সম্পর্ক নিয়ে অকপটে মুখ খুললেন এই তারকা অলরাউন্ডার।
তামিম ইকবাল ও মুশফিকুর রহিম-দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে সাকিবের বন্ধুত্ব এক সময় ছিল ক্রিকেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে তামিমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ভক্তরা আগ্রহী ছিলেন সবসময়। সেই সম্পর্ক নিয়ে এবার নিজের উপলব্ধির কথা শেয়ার করলেন সাকিব, ‘অনূর্ধ্ব-১৯ থেকে আমরা একসঙ্গে খেলেছি। ২০-২৫ বছর ধরে একই ড্রেসিংরুমে ছিলাম। ওরা আমার ভালো বন্ধু ছিল, আছে।’
তবে সময়ের ব্যবধানে ‘বন্ধুত্ব’ শব্দের গভীরতা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিও বদলেছে। সাকিবের মতে, ‘এই বয়সে এসে আমি বুঝেছি, বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। আপনি যাকে বিশ্বাস করতে পারেন, সেই আপনার সত্যিকারের বন্ধু।’
সাম্প্রতিক বছরগুলোতে তামিম ও সাকিবের সম্পর্কের দূরত্ব নিয়ে যে গুঞ্জন চলছিল, তার মাঝে এই মন্তব্যগুলো ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। তবে কারও নাম করে কিছু না বললেও, তার কথা থেকে বোঝা যায়-ব্যক্তিগত সম্পর্কেও এখন অনেক বেশি বাস্তববাদী সাকিব।
জাতীয় দলের অন্যান্য সতীর্থদের প্রসঙ্গেও সাকিব ছিলেন বেশ আন্তরিক। বিশেষ করে রুবেল হোসেন ও তাসকিন আহমেদের সঙ্গে বন্ধুত্বের কথাই উঠে আসে আলাপচারিতায়, ‘আমার রুবেল, তাসকিনের সঙ্গে অনেক ভালো সময় কেটেছে। ক্রিকেটের বাইরেও আমরা প্রচুর মজা করেছি। আমি রুবেলের কথা অবশ্যই বলব, তাসকিনও আছে।’
Discussion about this post