একদিন আগেই মুক্তি মিলল। কোয়ারেন্টাইনে হোটেলবন্দি জীবন শেষ সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার আইপিএল খেলতে ভারতে যান। করোনাভাইরাসের প্রকোপে টুর্নামেন্ট মাঝপথে স্থগিত হলে বিশেষ ব্যবস্থায় দেশে ফেরানো হয় তাদের। এরপর গত ৬ মে ঢাকায় পা দিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। দুজনের কোভিড নেগেটিভ হওয়ায় ফের ফিরলেন মাঠে।
মঙ্গলবার কোয়ারেন্টাইন শেষে মিরপুর শেরেবাংলায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন সাকিব। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে স্টেডিয়ামে পা রাখেন সাকিব। সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামেন এই তারকা অলরাউন্ডার। এরপর মুস্তাফিজকেও দেখা যায় মাঠে। আইপিএল থেকে ফিরে দুঃসহ জীবন কাটিয়ে দেখা মাঠে।
এরমদ্যে শেষ মুহূর্তে এসে সরকারের মন গলাতে পারল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাকিব-মুস্তাফিজের কোয়ারেন্টাইন কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিল বিসিবি। অবশেষ ১২ দিন পর মুক্ত হলেন এই দুই তারকা ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী এই খবর নিশ্চিত করেন।
ফের সুরক্ষা বলয়ে ঢুকে গেলেন সাকিব-মুস্তফিজ। নিজেদের শ্রীললঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য প্রস্তুত করবেন। সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে। দ্বিতীয় ম্যাচটি ২৫ মে আর শেষ ম্যাচটি ২৮ মে। দিবা-রাত্রির তিনটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Discussion about this post