ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততা। ষষ্ঠ আসর মাঠে গড়াবে ৫ জানুয়ারি। বছরের প্রথম দিন মঙ্গলবার অনুশীলন শুরু করে দিয়েছে সিলেট সিক্সার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাব্বির রহমান খেলেছন সিলেটে। যার সময়টা অবশ্য ভাল কাটছে না। নিয়ম ভেঙে কখনো নিষিদ্ধ হন ঘরোয়া ক্রিকেটে, আবার কখনো আন্তর্জাতিক অঙ্গনে। শাস্তি হিসেবে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি বড় অঙ্কের জরিমানাও গুনেছেন তিনি। তারপরও পাল্টান নি এই অলরাউন্ডার। তবে মঙ্গলবার জানালেন, ‘এবার ভালো হয়ে যাবেন।’
গতবছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাসের নিষেধাজ্ঞা পেয়েছেন। সেই কথা মনে রেখেই সাব্বির বলেন, ‘কাল (সোমবার) রাতে প্রতিজ্ঞা করেছি, ২০১৮ আমার অনেক খারাপ কেটেছে। ভুলে গেছি। আজ (গতকাল) নতুন বছরের প্রথম দিন, সামনে তাকিয়ে আছি।’
নিজেকে না পাল্টালে ক্যারিয়ারের বড় ক্ষতি হয়ে যাবে-এটা বুঝেন সাব্বির। সিলেট সিক্সার্সের অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারের কাছ থেকে ভালো কিছু শিখে নেওয়ার চেষ্টায় করবেন তিনি। বলেন, ‘ও (ওয়ার্নার) অনেক ভালো খেলোয়াড়। তার অভিজ্ঞতা অনেক। অবশ্যই তার দলে থাকাটা অনেক ভালো দিক। ওর মত বড় খেলোয়াড়ের অভিজ্ঞতা যদি আমাদের মাঝে শেয়ার করে, আমরা যদি ওকে অনুসরণ করি, আমরা যদি বাকি দশজন সমর্থন করতে পারি, তাহলে ভালো কিছু আসবে। ও কিভাবে থাকে, ও কিভাবে খেলে, ওর সাথে থাকতে থাকতে খেলতে খেলতে অনেক কিছু শেখা যাবে। ওকে প্রশ্ন করে তো সবসময় উত্তর পাওয়া যাবে না। থাকতে থাকতেই একটা ভালো বন্ধুত্ব হলে সে নিজে থেকেই আমাদের তার অভিজ্ঞতা শেয়ার করবে। ’
বিপিএলকেই জাতীয় দলে ফেরার মঞ্চ বলছেন সাব্বির। বলেন, ‘বিপিএলটা আমার জন্য অনেক বড় মঞ্চ। আমার জন্য অনেক বড়। আমি যদি বিপিএলে ভালো পারফর্ম করি সুযোগ থাকবে আমার। আমি চেষ্টা করব বিপিএলে ভালো কিছু করার। বিশ্বকাপে খেলার জন্য লড়বো আমি।’
Discussion about this post