একাদশে ছিলেন না, তবুও ম্যাচের সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠলেন নাজমুল হোসেন শান্ত। বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে ধরে ফেললেন তিনটি দুর্দান্ত ক্যাচ-আর তাতেই গড়লেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির বিরল এক রেকর্ড।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শান্তর এই তিনটি ক্যাচ তাকে জায়গা করে দিয়েছে বিশ্ব রেকর্ডে। বদলি ফিল্ডার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার কীর্তিতে তিনি এখন পাঁচজনের অভিজাত তালিকায়।
ভারতের ধ্রুব জুরেল, আর্জেন্টিনার ইট্রোবে, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও স্কটল্যান্ডের মিচেল লিসাকও সমান সংখ্যক ক্যাচ ধরেছেন বদলি হিসেবে, তবে কেউই ছাড়িয়ে যেতে পারেননি।
বদলি হিসেবে মাঠে নেমে এমন ফিল্ডিং কীর্তি খুবই বিরল। একটি ম্যাচে বদলি হিসেবে তিনটি ক্যাচ-সাধারণ নয়, বিশেষ কিছু। আর এই বিশেষ কিছুই শান্তকে করে তুলেছে এই ম্যাচের নিঃশব্দ নায়ক। যেখানে বাংলাদেশ দল জিতেছে ২৭ রানে। সিরিজের শেষ ম্যাচ সোমবার।
Discussion about this post