বছরের প্রথম দিনই টেস্ট মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। টস ভাগ্যটাও সঙ্গে থাকল মুমিনুল হকের। একইসঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দিনটাও মন্দ কাটল না। শনিবার ৮৭.৩ ওভারে শেষ হয় টেস্টের প্রথম দিনের খেলা। টস হেরে ব্যাটিং করতে নেমে ডেভন কনওয়ের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে কিউইরা।
মাউন্ট মাঙ্গুনাইয়ের বে ওভালে পেসার শরিফুল ইসলাম শুরুতেই উৎসব আমেজ এনে দেন দলকে। ফেরান অধিনায়ক টম লাথামকে (১)। এরপর অবশ্য রান তোলাতেও প্রতিপক্ষকে আটকে রাখেন বোলাররা। শেষ অব্দি ২.৯৫ রান রেটে স্বাগতিকরা ২৫৮ রান তুলে। হ্যানরি নিকোলস ৬৩ বলে ৩২ রানে অপরাজিত।
নতুন বল নেওয়ার আগে সময় কাটানোর বোলিং করছিলেন মুমিনুল হক। একটি বল করলেন লেগ স্টাম্পের বাইরে। চাইলেও যে বলে আউট হওয়া কঠিন, সেটিতেই ব্যাট ছুঁইয়ে কিপারের গ্লাভসে ধরা পড়লেন ডেভন কনওয়ে। নতুন বছরের প্রথম দিনে শেষবেলায় বাংলাদেশের জন্য অভাবনীয় বোনাস কিংবা আনন্দময় উপহার!
এদিন বছরের প্রথম ফিফটিকে প্রথম সেঞ্চুরিতে বানিয়ে নিতে লড়ছিলেন কনওয়ে। সেই চেষ্টায় সফল তিনি। ১২২ রান তুলে তবেই থামেন তিনি। ১৩৫ বলে ৫২ রান করেন ইয়াং। কনওয়ে শতরান তুলেন ১৮৬ বলে।এটি তার চতুর্থ টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি। শরিফুল ইসলাম নেন ২ উইকেট। ভাল বল করলেন তাসকিন আহমেদও।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৮৭.২ ওভারে ২৫৮/৫ (ল্যাথাম ১, ইয়াং ৫২, কনওয়ে ১২২, টেইলর ৩১, নিকোলস ৩২*, ব্লান্ডেল ১১; তাসকিন ২০-৫-৬১-০, শরিফুল ২০-৫-৫৩-২, ইবাদত ১৫.৩-৩-৫৩-১, মিরাজ ২৭-৭-৭২-০, শান্ত ২-০-১০-০, মুমিনুল ৩-০-৫-১)।
Discussion about this post