শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুটি টি-টুয়েন্টি ম্যাচ হবে ফ্লোরিডায়। যুক্তরাস্ট্রের এই স্টেডিয়ামের এক কর্মকর্তার বক্তব্য দিয়ে খবরটি জানিয়েছে ক্রিকেটের নামী ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। আগস্টে ফ্লোরিডার আঞ্চলিক পার্ক স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে।
ক্যারিবীয় সফরে এবার মোট তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি সেন্ট কিটসে। শেষ দুটি ম্যাচ ফ্লোরিডায়। ৪ ও ৫ আগস্ট দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তৃতীয়বারের মতো ফ্লোরিডায় হোম সিরিজ আয়োজন করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এবার বাংলাদেশ খেলবে সেই ভেন্যুতে।
দীর্ঘ এক সফরে ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে আর টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। সসবকিছু ঠিক থাকলে ২০ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।
একটি প্রস্তুতি ম্যাচ শেষে ৪ জুলাই শুরু প্রথম টেস্ট, অ্যান্টিগাতে। দ্বিতীয় টেস্ট ১২ জুলাই, জ্যামাইকায়। তারপর ওয়ানডে সিরিজ শুরু ২২ জুলাই।
টেস্ট সিরিজ
তিন দিনের প্রস্তুতি ম্যাচ ২৮-২৯ই জুন, অ্যান্টিগা।
প্রথম টেস্ট ০৪-০৮ই জুলাই, অ্যান্টিগা।
দ্বিতীয় টেস্ট ১২-১৬ই জুলাই, জ্যামাইকা।
ওডিআই সিরিজ
একমাত্র প্রস্তুতি ম্যাচ ১৯ জুলাই , জ্যামাইকা।
প্রথম ওডিআই ২২ জুলাই, গায়ানা।
দ্বিতীয় ওডিআই ২৫ জুলাই, গায়ানা
তৃতীয় ওডিআই২৮ জুলাই, সেন্ট কিটস
টি-টুয়েন্টি সিরিজ
প্রথম টি-টুয়েন্টি, ৩১ জুলাই, সেন্ট কিটস।
দ্বিতীয় টি-টুয়েন্টি, ০৪ আগস্ট, ফ্লোরিডা।
তৃতীয় টি-টুয়েন্টি, ০৫ আগস্ট, ফ্লোরিডা।
Discussion about this post