টি-টোয়েন্টি ক্রিকেটের আবিষ্কার বদলে দিয়েছে বিশ্ব ক্রিকেটের বিনোদনের ধরণ। এই ফরম্যাটের হাত ধরেই জন্ম নিয়েছে একের পর এক ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট, যা শুধু খেলোয়াড়দের নয়, দর্শকদের কাছেও সমান জনপ্রিয়। বিশ্বের সেরা এসব টুর্নামেন্ট চিহ্নিত করতে সম্প্রতি বিবিসি ও ক্রিকভিজ যৌথভাবে একটি জরিপ করেছে। যেখানে নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
জরিপে গুরুত্ব পেয়েছে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা, শেষ মুহূর্তের রোমাঞ্চ, গড় রান, বাউন্ডারির সংখ্যা, পেস ও স্পিন বোলারদের সাফল্যের হার, দর্শক উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা। বিদেশি ক্রিকেটারদের আগ্রহ ও টুর্নামেন্টের সামগ্রিক মানও ছিল মূল্যায়নের অংশ।
প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছে ভারতের আইপিএল, দ্বিতীয় স্থানে পাকিস্তান সুপার লিগ। এরপর আছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি, ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল এবং দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি।
তবে তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের বিপিএলের, যা একসময় আইপিএলের পরেই আলোচনায় থাকত। ২০১২ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট পিএসএল ও সিপিএলের আগেই যাত্রা করলেও সময়ের সঙ্গে হারিয়েছে প্রতিযোগিতার মান। ফিক্সিংয়ের দাগ, অনিয়মিত সূচি, মানসম্মত সম্প্রচারের অভাব, বড় তারকাদের অনীহা এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের স্বেচ্ছাচারিতায় ধীরে ধীরে পিছিয়ে গেছে বিপিএল।
যে টুর্নামেন্টগুলো বিপিএলের পর শুরু হয়েছে, তারাই এখন সেরা তালিকায় জায়গা করে নিয়েছে। বিপিএল, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির মতো প্রতিযোগিতাগুলো এই তালিকার বাইরে।
Discussion about this post