আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান। এবার তিনি নাম তুললেন দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি ২০২৬ আসরের নিলামে।
বাংলাদেশ থেকে মোট ১৪ জন ক্রিকেটার আছেন এই তালিকায়। অলরাউন্ডার বিভাগে সাকিবের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী ও শামীম হোসেন। ব্যাটার হিসেবে লিটন দাস, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম ও জাকের আলীকে পাওয়া যাবে। পেস আক্রমণে রয়েছেন মোস্তাফিজ, শরীফুল, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে আছেন তাইজুল ইসলাম।
নিলামে এবার নাম তুলেছেন মোট ৫৪১ ক্রিকেটার। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৭ জন ইংল্যান্ডের।
বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও রয়েছে সূচির জটিলতা। বিপিএল সাধারণত ডিসেম্বর-ফেব্রুয়ারিতে হয়, আর এসএ টোয়েন্টি জানুয়ারি-ফেব্রুয়ারিতে। ফলে নিলামে নাম থাকলেও খেলার সুযোগ মিলবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে সাকিব বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে। সেখানে ৮ ম্যাচে ব্যাট হাতে করেছেন ১৩৮ রান। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।
Discussion about this post