আরো একটা ম্যাচে হার মানল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার তাদের বিপক্ষে ৩৪ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
এনিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ছয় ম্যাচে এটি চেন্নাইয়ের পঞ্চম জয়। পাশাপাশি ৬ ম্যাচে এটি কলকাতার চতুর্থ হার।
সংযুক্ত আরব আমিরাতের পাঠ চুকিয়ে আইপিএল ফের ভারতে। তবে প্রথম ম্যাচটাতেই বৃষ্টির বাধা। এ কারনে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৭ ওভারে। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চেন্নাই ৩ উইকেট হারিয়ে করে ১৪৮ রান। ব্রেন্ডন ম্যাককালাম ৪০ বলে করেন ৫৬ রান। সুরেশ রায়নার ব্যাট থেকে আসে ৩১। সাকিব আল হাসান নেন ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট।
জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৪ রান তুলে কলকাতা। ৪৭ রান করেন রবিন উথাপ্পা। ইউসুফ পাঠান ৪১। সাকিব অবশ্য ফিরে যান শুন্য রানে।
১২ রানে ৪ উইকেট নিয়েছেন রবিন্দু জাদেজা। ম্যাচসেরা তিনিই।
Discussion about this post