দুঃসময়ে সুখবর পেলেন সাকিব আল হাসান। আঙুলের চোট নিয়ে মাঠের বাইরে থাকা টেস্ট অধিনায়ক পুনরুদ্ধার হয়েছে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। টাইগারদের টেস্ট অধিনায়ক ফিরে পেলেন তিন সংস্করণেই অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান।
ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারো নাম্বার ওয়ান হয়েছেন সাকিব। টুর্নামেন্টে করেছেন ১৬৩ রান। নেন ৯ উইকেট। তারপরই টপকে গেলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। এমন সুখবর পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট মিস করছেন সাকিব। ঢাকা টেস্টেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
সোমবার প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ে ৩৬০ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আছেন শীর্ষে। ৩৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে হাফিজ। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিব তিন ধাপ এগিয়ে আছেন। ৩০ নম্বরে তিনি। দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল ১৬ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। ১৯ নম্বরে রয়েছেন এই পেসার। ৮ ধাপ এগিয়ে রুবেল হোসেন ৫৮ নম্বরে। ২৪ নম্বরে মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন পাকিস্তানের হাসান আলি। এক নম্বরে উঠে গেলেন দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির। দুইয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
Discussion about this post