ক্যারিয়ারে প্রথমবার তো বটেই, সব মিলিয়ে এবারই প্রথম গিয়েছিলেন নেপাল সফরে। কিন্তু সেখানে সময়টা ভাল কাটল না তামিম ইকবালের। ব্যাট হাতে তেমন রান তো করতে পারলেন না। এবার চোট নিয়ে ফিরে এলেন বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান। আঙুলে চিড় ধরায় তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
গত বুধবার নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) এলিমিনেটর ম্যাচে চোট পেয়েছেন তামিম। পেসার জিতেন্দ্র মুখিয়ার একটি বল লাগে বাঁহাতের বুড়ো আঙুলে। ৯ বলে ৯ রান করে আউট হন। এরপর প্রচণ্ড ব্যথা নিয়ে ড্রেসিং রুমে ফিরেন তামিম।
দলের ফিজিওর সঙ্গে পরামর্শ করে দেশে ফিরেন চটজলদি।
এদিকে দেশে ফিরে বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে এক্স-রে করানো হয় তার। জানা গেছে আঙুলে ধরা পড়ে চিড় ধরা পড়েছে তার।
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেন তামিম। চারটি ম্যাচ ব্যাট করে রান করেন যথাক্রমে ১২, ১৪, ৪০ ও ৯। ৫ ম্যাচ করেছেন ৭৫ রান।
চোট কাটিয়ে খেলতে নেমে ফের চোট পেলেন তিনি। মাঠের বাইরে বসে এবার সতীর্থদের বিশ্বকাপ অভিযান দেখবেন তামিম।
Discussion about this post