‘ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু”- এই গানটাই যেন এখন গাওয়া বাকী বাংলাদেশের ক্রিকেটারদের। দীর্ঘ এক সফর শেষ। যেখানে শুধুই ব্যর্থতা সঙ্গী হয়েছে। ওয়ানডের পর টেস্ট সিরিজেও হোয়াইট ওয়াশ!
সেই দুঃস্বপ্ন ভুলে এবার নতুন মিশন বাংলাদেশের সামনে। বিশ্রামের কোন সুযোগ নেই। এবার মিশন-এশিয়ান গেমস ক্রিকেট। যেখানে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে খেলতে যাচ্ছে দল। নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়ে দক্ষিণ কোরিয়ার এই আসর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফের ফিরছেন সাকিব আল হাসান। তবে বিয়ের কারনে ছুটি নিয়েছেন মুশফিকুর রহীম।
সব কিছু ঠিক থাকলে ২৬ সেপ্টেম্বর রাতে মাশরাফির দল ঢাকা ছাড়বে। কিন্তু শঙ্কার কথা হল-তার আগে পুরো দলকে একত্রে অনুশীলনের জন্য মাত্র একদিন পেলেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে।
এশিয়াডে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলে অভিজ্ঞ ক্রিকেটারদের ছড়াছড়ি। চলুন দেখে নেই সেই দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাকিব আল হাসান, আরাফাত সানি, মুক্তার আলী, রুবেল হোসেন এবং তাসকিন আহমেদ।
চার বছর আগে চীনের গুয়াংজুতে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ।
এদিকে ১৭ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সিরিজে বাংলাদেশের সঙ্গে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলবে।
Discussion about this post