ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লম্বা বিরতির পর আগামী নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। ঐ সময় ঘরের মাঠে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সধারীরা। এজন্য করোনাভাইরাসের বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে এ মাসেই প্রস্তুতি ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
আগামী ১১ থেকে ১৯ নভেম্বরে ফিফার উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে নেপাল। তাই প্রস্তুতু শুরু করেব টিম বাংলাদেশ।
জাতীয় দলের কোচ জেমি ডে’ও এ মুহূর্তে দেশে নেই। গত মার্চে খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার পর ছুটি নিয়ে ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন কোচ। মাঝের সময়টাতে অবশ্য ইংল্যান্ডে বসেই অনলাইনে শিষ্যদের পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন তিনি।
টিমস কমিটির চেয়ারম্যান নাবিল সংবাদমাধ্যমে জানান, কোচের দেশে ফেরা, ক্যাম্প শুরুর সম্ভাব্য সময় ও বাকি সব বিষয় নিয়ে কাজ শুরুর কথা, “কোচের সঙ্গে কথা বলে আজ-কালকের মধ্যেই নিশ্চিত হতে পারব, তিনি কবে আসতে পারবেন। আর ক্যাম্প আগামী সাত থেকে ১০ দিনের মধ্যেই শুরু করব।”
তিনি আরোও বলেন, “ক্যাম্প শুরুর আগে আবারও খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। এবার হয়তো তাদেরকে টেস্ট করিয়ে আসতে বলব না। ক্যাম্পে আসার পর টেস্ট করাব।”
এরআগে বিশ্বকাপ বাছাই সামনে রেখে এর আগে গত অগাস্টে গাজীপুরে একটি রিসোর্টে ক্যাম্প করেছিল দল। কিন্তু করোনাভাইরাসের থাবায় বাছাইপর্ব এ বছরের জন্য বাতিল হয়ে যাওয়ায় ক্যাম্পও বন্ধ হয়ে গিয়েছিল। নাবিল জানালেন, এবার বাইরে ক্যাম্প না করার কথা।
Discussion about this post