ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কলকাতা নাইট রাইডার্সকে শনিবার অবিশ্বাস্য এক ম্যাচ জিতিয়েছেন সুনীল নারিন। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৮ ও ২০তম ওভারে বল করেছেন, ২ উইকেট নিয়ে রান দিয়েছেন মাত্র ১৩। ম্যাচটা জিতে গেছে কলকাতা। সঙ্গে নারিনের বোলিং অ্যাকশন নিয়ে আবারও উঠে গেছে প্রশ্ন।
শনিবার দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি ও উলহাস গান্ধে নারিনের বোলিং নিয়ে সন্দেহ তুলে ম্যাচ রিপোর্ট দিয়েছেন, আইপিএলের বিবৃতিতে এমন জানানো হয়েছে। পরবর্তী কোনো ম্যাচে ক্যারিবিয়ান অলরাউন্ডারের বোলিং নিয়ে আরেকবার প্রশ্ন উঠলেই আসরের বাকি সময়ে আর বল করতে পারবেন না তিনি। যতক্ষণ পর্যন্ত না বিসিসিআই কমিটি তাকে বল করার অনুমতি দেয় অ্যাকশন শোধরানোর পরীক্ষায় পাশের পর।
এরআগেও একাধিকবার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন নারিন। ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টিতে দুবার তার বোলিং নিয়ে সন্দেহ করার পর ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আর বলই দেয়া হয়নি তাকে। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ফের বোলিং নিয়ে প্রশ্ন ওঠার পর নারিনকে নিষিদ্ধ করে আইসিসি। অ্যাকশন পাল্টালেও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ খেলেননি নারিন। ২০১৫ সালের আইপিএলেও একাধিকবার তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। দেয়া হয় হুঁশিয়ারি। ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগেও উঠেছে প্রশ্ন। যদিও সেবার বোলিং নিয়ে পরে কোনো সন্দেহ আসেনি।
Discussion about this post