তাদের শিকার আবাহনীর পর শেখ জামাল। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের মঙ্গলবার চতুর্থ রাউন্ডেও দাপট প্রাইম দলেশ্বর। বিকেএসপিতে তাদের কাছে ৫ উইকেটে হেরেছে প্রাইম ব্যাংক । প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮২ রানেই থামে প্রাইম ব্যাংকের শক্তিশালী ব্যাটিং। ওপেনার সৈকত আলী (৯১ বলে ৫২) আর শ্রীলঙ্কার থিরিমানে (৬৮ বলে ৫১) জোড়া অর্ধশতক হাঁকালেও বাকিরা জ্বলে উঠতে না পারায় প্রাইম ব্যাংকের বড় ও লড়িয়ে স্কোর গড়ার পথ বন্ধ হয়ে যায়।
১৮৩ রানের মাঝারি স্কোর তাড়া করতে গিয়ে শুরু ভালো হয়নি প্রাইম দোলেশ্বরেরও। ৭৮ রানে ৪ উইকেটের পতন ঘটে। কিন্তু দুই লঙ্কান রোশান সিলভা ও সাম্পাথ পঞ্চম উইকেটে ওই ধাক্কা সামলে জয়ের পথে অনেকদূর এগিয়ে দেন। জুটিতে ওঠা ৮৯ রানে সাম্পাথের অবদান ছিল ৩৩। আর সিলভা ১০৫ বলে ৬৩ রানের হার না মানা ইনিংস সাজান।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক : ১৮২/১০, ৪৮.৫ ওভার (সৈকত ৫২, জিয়াউর ২, ব্রেন্ডন টেলর ১২, লাহিরু থিরিমানে ৫১, মাহমুদুল ২, জীবন মেন্ডিস ২, তৈয়েবুর ৩৪, ফরিদউদ্দিন ১৬*, তাপস বৈশ্য ১, আবদুর রেহমান ১; হাসান্থা ফার্নান্ডো ১/৩৪, ফরহাদ রেজা ২/২৩, সোহাগ গাজী ৩/২৯, তিলকরতেœ সাম্পাথ ৩/৩৪, সাব্বির ১/২৩। প্রাইম দলেশ্বর : ১৮৩/৫, ৪৫.৪ ওভার (রবিউল ১২, মেহেদি ৩১, মমিনুল ২১, রোশান সিবাঙ্কা সিলভা ৬৩*, সাম্পাথ ৩৪, ফরহাদ ১৪*; তাপস বৈশ্য ১/৩৩, আবদুর রহমান ১/২৯, ফরিদউদ্দিন ১/১০, এনামুল জুনিয়র ২/৪২।
ফল : প্রাইম দলেশ্বর ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা : তিলকরত্নে সাম্পাথ।
Discussion about this post