জাতীয় ক্রিকেট লিগে অনেক ধরেই রাজত্ব নেই তাদের। সময়টা কিছুতেই ভাল যাচ্ছিল না ঢাকা বিভাগের। অবশেষে স্বস্তি মিলল। গতবারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগকে হারিয়ে সাত বছর পর জাতীয় লিগের শিরোপা জিতল ঢাকা। বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথম স্তরের ম্যাচে খুলনাকে ১৭৯ রান হারাল ঢাকা।
এরপর ৩৭৯ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে ঢাকা বিভাগ অলআউট করে ১৯৯ রানে। ২০১৩-১৪ মৌসুমের পর আবারও জাতীয় লিগের শিরোপা জিতল তারা। এটি ঢাকার ষষ্ঠ শিরোপা। বিস্ময়কর হলেও সত্য এই ম্যাচ হেরে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেল খুলনা।
ঢাকার জয়ে চমক দিলেন তাইবুর রহমান। ৪০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন দলটির অধিনায়ক। শুভাগত হোম ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন।
প্রথম স্তরে চ্যাম্পিয়ন হতে পারতো রংপুরও। ২৮.৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল তারা। কিন্তু সিলেটের বিপক্ষে ড্র হওয়ায়, আর ঢাকা ম্যাচ জেতায় স্বপ্ন ভাঙল।
সংক্ষিপ্ত স্কোর-
ঢাকা ১ম ইনিংস: ৩৩৫
খুলনা ১ম ইনিংস: ৫৭.৪ ওভারে ২১৩ (আগের দিন ১৮০/৮) (মৃত্যুঞ্জয় ২৬, টিপু ১৮*, আল আমিন ৩; সুমন ১২-৩-৫২-৩, সালাউদ্দিন ৫-০-২৭-০, এনামুল ৮-২-৩০-০, শুভাগত ১৮.৪-৫-৪৮-৭, নাজমুল ১৪-১-৪৮-০)
ঢাকা ২য় ইনিংস: ৬৭.৫ ওভারে ২৫৬/৮ ডিক্লে. (মজিদ ৬১, রনি ৮৭, মাহিদুল ০, রকিবুল ১৬, তাইবুর ৩৭, শুভাগত ৩৩, নাদিফ ১১, সুমন ৬, নাজমুল ৩*; আল আমিন ৪-১-১৭-০, সৌম্য ৭-১-২৩-০, মৃত্যুঞ্জয় ২.১-০-১৪-০, টিপু ২৬-৪-৭৭-১, নাহিদুল ১.৫-০-১৩-০, রবি ৬-০-৩৬-০, মিঠুন ২০.৫-২-৭৫-৭)
খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭৯) (আগের দিন ৭/০) ৯৮.১ ওভারে ১৯৯ (ইমরুল ৩, অমিত ২০, রবিউল ১৯, সৌম্য ০, মিঠুন ১৪, নাহিদুল ৪০, জিয়াউর ০, ইমরানুজ্জামান ৩২, মৃত্যুঞ্জয় ২৯, টিপু ৮*, আল আমিন ১৯; শুভাগত ৩৮-১০-৬৬-৩, নাজমুল ২৯-১০-৫৬-১, সুমন ৮-১-১৭-১, এনামুল ৬-০-৮-০, তাইবুর ১৭.১-৯-৪০-৫)
ফল: ঢাকা বিভাগ ১৭৯ রানে জয়ী
ম্যাচসেরা: শুভাগত হোম
Discussion about this post