অবশেষে জাতীয় দলে ফেরার পথ খুঁজে পাচ্ছেন নাসির হোসেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন এই অলরাউন্ডার। ভারত ও শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে আছেন নাসির হোসেন। একইসঙ্গে ৩০ সদস্যের সেই দলে আছেন আল আমিন হোসেন ও এনামুল হক। প্রথমবারের মতো দলে জাতীয় দলের ক্যাম্পে ডাক মিলেছে উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল মজিদের।
রোববার ঘোষণা করা সেই দলে অবশ্য নেই চোট পাওয়া পেসার মোহাম্মদ শহীদ। তবে ধাক্কা সামলে উঠে দলে আছেন- লিটন দাস, শফিউল ইসলাম ও আলাউদ্দিন বাবু।
হাতে চোট পাওয়ায় শঙ্কা আছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও। তিনিও আছেন দলে। বলা হচ্ছে শ্রীলঙ্কা সফরের আগেই ফিট হয়ে উঠবেন টাইগারদের রঙীন পোশাকের অধিনায়ক।
তবে নাসিরের ফেরাটাই বড় চমক। তাকে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রাখেননি নির্বাচকরা। কিন্তু মাঠের নৈপুন্য দিয়ে ফের ক্যাম্প দলে জায়গা করে নিলেন তিনি। এবার সেই ধারাবাহিকতা ধরে রেখে চুড়ান্ত দলে ফেরার লড়াই শুরু হবে নাসিরের।
বাংলাদেশের প্রাথমিক দল
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী মারুফ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানবীর হায়দার, আব্দুল মজিদ, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, লিটন কুমার দাস, নাসির হোসেন এবং শফিউল ইসলাম।
Discussion about this post