ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ কথা বলে কিছু নেই। অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু ৪২ এ পা রাখলেও ফুরিয়ে যান নি ক্রিস গেইল। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত খেলে ফের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই মহা তারকা। গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১৯ সালের আগস্টে, ভারতের বিপক্ষে। টি-টুয়েন্টিতে তাকে ক্যারিবীয় জার্সিতে সবশেষে দেখা গেছে ২০১৯ সালের মার্চে, প্রতিপক্ষ ইংল্যান্ড।
সব মিলিয়ে বছর দুয়েকের বিরতি শেষেওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন গেইল। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ঘোষণা করেছে ১৪ সদস্যের দল। যেখানে আছেন বাঁহাতি এ মারকুটে ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার জানাচ্ছিলেন, ‘ক্রিস গেইল সাম্প্রতিক টুর্নামেন্টগুলোয় ভালো করেছে আর দল নির্বাচন কমিটি মনে করে ও এখনও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
অবশ্য দলের সবচেয়ে বড় চমক ৩৯ বছর বয়সী ফিদেল এডওয়ার্ডস। নয় বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেলেন পেসার ফিদেল এডওয়ার্ডস। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন তিনি। নয় বছর আগে বাংলাদেশ সফরে খেলেন তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
লঙ্কানদের সঙ্গে আগামী ৩, ৫, ও ৭ মার্চ সিরিজের টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি খেলবে উইন্ডিজ। ১০ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ওয়ানডে ১২ ও ১৪ মার্চ।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স এবং কেভিন সিনক্লেয়ার।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, এভিন লুইস, কাইল মায়ারস, জেসন মোহাম্মদ, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও কেভিন সিনক্লেয়ার।
Discussion about this post