ইনজুরি কিছুতেই পিছু ছাড়ছে না তামিম ইকবালের। চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট মিস করেছিলেন। তারপর খেলা হয়নি প্রথম ওয়ানডে। দ্বিতীয়টি নামলেও ফের দুঃসংবাদ। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে তার খেলা অনিশ্চিত। আগের জায়গায় নতুন করে চোট পেলেন এই ওপেনার।
এর আগে বেনোনিতে প্রস্তুতি ম্যাচে খেলার সময় বাঁ ঊরুর পেশিতে চোট পেয়েছিলেন তামিম। এরপর প্রথম টেস্টে খেলার সময় আবার একই জায়গায় চোট পান। তারপর দুটো ম্যাচ মিস করে ফিরেছিলেন একাদশে। কিন্তু পার্লের ম্যাচের পর আবার ব্যথা অনুভব করলে শুক্রবার অনুশীলন করতে পারলেন না তামি।
দলের সঙ্গে ম্যানেজার হিসেবে থাকা প্রধান নির্বাচব মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, তামিমের চোট নিয়ে ধারণা পেতে স্ক্যানের ফলের জন্য অপেক্ষা করছেন। বলেন, ‘আগের ম্যাচের পর আবার ও ব্যথা অনুভব করছে। ওই পুরানো চোটের জন্যই তৃতীয় ওয়ানডেতে খেলা অনিশ্চিত তামিমের।’
টেস্টে হোয়াইট ওয়াশের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ। রোববার ইস্ট লন্ডনে হবে শেষ ওয়ানডে ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল। তারপর দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
Discussion about this post