ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বছরের এই সময়টা বেশ অস্থিরতায় কেটেছে তার। ক্রিকেটারদের নিয়ে আন্দোলনের সঙ্গে খারাপ খবরের আঁচ করতে পেরেছিলেন সাকিব আল হাসান। কারণ এই অক্টোবরেই যে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই নিষেধাজ্ঞার মেয়াদ এবার শেষের পথে। ২৯ অক্টোবর উঠে যাবে আইসিসির নিষেধাজ্ঞা। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখার জন্য যে শাস্তি মিলেছিল তা শেষ হচ্ছে!
ফেরার রাস্তাটাও তৈরি। মধ্য নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে যে টি-টুয়েন্টি টুর্নামেন্ট হবে সেখানেই দেখা মিলবে সাকিবের। পাঁচ দলের সেই টি-টুয়েন্টি টুর্নামেন্টে সাকিবের সঙ্গে খেলবেন মাশরাফি বিন মুর্তজাও। এ কারণেই যুক্তরাষ্ট্র থাকলেও টুর্নামেন্টের খোঁজ রাখতে ভুল করছেন না সাকিব।
নিজের মতো করে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন এই তারকা ক্রিকেটার। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে সাকিব অনুশীলনের মধ্যেই রয়েছেন। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ফেসবুকে দেওয়া একটি ছবি তাই বলছে। লাল ইটের বাড়ির সামনে সবুজ ঘাসে ঢাকা লন ব্যস্ত সাকিব। ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছেন। সেই ছবিতে সাকিবের স্ত্রী যা লিখলেন তার অনুবাদ দাঁড়ায়, ‘এদিকে চলছে ফিটনেস ধরে রাখার কাজ।’
ঠিক তাই, পরিশ্রমে ফিটনেস ধরে রাখছেন সাকিব। অবশ্য শ্রীলঙ্কা সফর হলে সেখানেই খেলার কথা ছিল তার। কিন্তু সফর স্থগিতের পর ১ অক্টোবর যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান তিনি। এ অবস্থায় ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা উঠার মধ্যেই দেশে ফেরার কথা সাকিবের।
উইসকনসিন রাজ্যের মেডিসন শহরে আছেন সাকিব। সেখানে ক্রিকেট অনুশীলনের তেমন সুযোগ-সুবিধা নেই। তাই এভাবে শারীরিক পরিশ্রমে নিজেকে ঠিক রাখার চেষ্টা করছেন। স্কিল ট্রেনিং করছেন। চলছে নিজের মতো করে ব্যাটিং, বোলিংয়ের অনুশীলন।
এরমধ্যে গণমাধ্যমে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘দেখুন, টুর্নামেন্টটা যখন হবে, তত দিনে নিষেধাজ্ঞা উঠে যাবে সাকিবের। যুক্তরাষ্ট্র থেকে আমার সঙ্গে সর্বশেষ যখন ফোনে কথা হলো, তখনো ও টুর্নামেন্টের ব্যাপারে খোঁজখবর নিয়েছে।’
এর মানে এক বছরের নিষেধাজ্ঞা শেষে ফেরার জন্য মুখিয়ে আছেন সাকিব।
Discussion about this post