ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ খেলতে গিয়েই চোটে পড়েন তিনি। তাকে নিয়ে রীতিমতো ভাবনায় পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ জানুয়ারিতেই আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেখানে টেস্ট সিরিজে মুমিনুল হককে মিস করতে চাইছে না বোর্ড। এ কারনৈই চটজলদি দুবাইয়ে পাঠানো হয় এই ব্যাটসম্যানকে। সেখানেই হয়েছে তার বৃদ্ধাঙ্গুলে সার্জারি।
স্বস্তির খবর সেই ধাক্কা সামলে উঠার পথে মুমিনুল। টেস্ট অধিনায়ককে নিয়ে আশাবাদী বোর্ড। একইভাবে নাঈম হাসানেরও সার্জারি করা হয় আঙ্গুলে। টেস্ট সিরিজের আগে দু’জনকে সুস্থ করতে লড়ে যাচ্ছেন বিসিবির চিকিৎসকরাও।
সোমবার গণমাধ্যমকে এমনটাই জানালেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
গণমাধ্যমে তিনি জানান, ‘দেখুন মুমিনুলের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দিয়েছি। নাঈমের রিহ্যাব দুই একদিনের মধ্যে শুরু হচ্ছে। আমরা চাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্টের আগে যে প্রস্তুতি ম্যাচ আছে ২৫ জানুয়ারি সেটি শুরু হওয়ার আগে যেন এই দুইজন পরিপূর্ণ ফিটনেস ফিরে পান। সেই লক্ষ্যেই বিসিবির মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।’
এরমধ্যে ইনজুরিতে থাকা আবু জায়েদ রাহীকে নিয়ে আছে সুখবর। তিনি ফিরতে পারবেন কিছুদিনের মধ্যেই। জানুয়ারির প্রথম সপ্তাহেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন রাহী। দেবাশীষ চৌধুরী জানচ্ছিলেন, ‘রাহি গ্রেড ওয়ান স্ট্রেইনে ভুগছিল। ওর সমস্যাটা রোববার রিভিউ করেছি। আগামী দুই সপ্তাহের মধ্যে আশা করছি ও পুরো বোলিং ফিটনেস ফিরে পাবে।’
সব মিলিয়ে চোটমুক্ত একটা দল নিয়েই বাংলাদেশ মুখোমুখি হতে চায় ওয়েস্ট ইন্ডিজের।
Discussion about this post