ভারতের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টেই খেলার কথা ছিল তার। দলের সঙ্গে গিয়েও ছিলেন ভারতের সেই শহরে। কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েই পুরনো চোট মাথাচাড়া দিয়ে উঠল। ঊরুর ব্যাথায় কাবু ইমরুল। এরপর চট জলদি তাকে ফিরিয়ে ভারতে পাঠানো হয় মোসাদ্দেক হোসেনকে। দেশে ফিরেই লড়াই শুরু করে দিয়েছেন ইমরুল। দ্রুত মাঠে ফেরাই লক্ষ্য এই ব্যাটসম্যানের।
বৃহস্পতিবার জানা গেল বাঁ-পায়ের উরুর ইনজুরি থেকে সেরে উঠতে তিন সপ্তাহ লাগবে ইমরুলের। তবে এক সপ্তাহের মধ্যেই তিনি ব্যাট হাতে মাঠে নামতে পারবেন। সব কিছু ঠিক থাকলে বিসিএলের পঞ্চম কিংবা ষষ্ঠ রাউন্ডে মাঠে দেখা যাবে তাকে।
এর আগে গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজে বাঁ-পায়ের উরুতে আঘাত নিয়ে দেশে ফিরেন তিনি। তারপর সেই ধাক্কা সামলে ফিটনেস সার্টিফিকেটও পেয়েছিলেন। এবার চোট কাটিয়ে শ্রীলঙ্কা সফরে চোখ তার। মার্চেই পুর্নাঙ্গ সফরে দ্বীপ দেশটিতে যাওয়ার কথা টাইগারদের। মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কা সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ২৭ টেস্টে ১৪৩২ রান করেন ইমরুল। ৬৫টি ওয়ানডে ম্যাচ খেলে ১৮৭৩ রান করেছেন।
Discussion about this post