ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে মেজাজ ধরে রাখতে না পারায় ৩ ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানকে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে শনিবার আপিল করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু শাস্তি ভোগ করতেই হলো সাকিবকে। এবার সেই পালা শেষে মাঠে ফেরার মিশন শুরু সাকিবের।
এরমধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে সাকিব খেলতে পারেননি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, ব্রাদার্স ইউনিয়ন ও ওল্ড ডিওএইচএসের বিপক্ষে। কিন্তু বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে ফিরতে প্রস্তুতি প্রায় শেষ তার। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি।
অবশ্য নিষেধাজ্ঞাকালীন ব্যক্তিগত কারণে জৈব সুরক্ষা বলয় থেকে বের হন সাকিব। এ অবস্থায় দুবার করোনা পরীক্ষা দিতে হচ্ছে সাকিবকে। তার প্রথমটিতে সুখবর পেয়েছেন তিনি। করোনা পরীক্ষা করানোর জন্য বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিরপুরের কার্যালয়ে যান তিনি।
গত শুক্রবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে তিন দফায় বিতর্কিত ঘটনার জন্ম দেন সাকিব। প্রথমবার লাথি মারেন স্টাম্পে, এরপর স্টাম্প তুলে আছাড় মারেন। আবাহনীর ড্রেসিং রুম বা গ্যালারির দিকে ইঙ্গিত করেন। তখন অবশ্য তার দিতে তেড়ে আসেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন।
Discussion about this post