ক্রিকেট সংগত কারণেই তার প্রিয় খেলা। তবে সময় পেলে টেনিসেও চোখ রাখেন। প্রিয় খেলোয়াড় রজার ফেদেরার। উইম্বলডনে রোববার রাতে তার ম্যাজিক টিভি পর্দায় দেখেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ফাইনালে মারিন সিলিচকে ৬-৩, ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে অষ্টম উইম্বলডন আর রেকর্ড ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এই সুইস। এই আনন্দ ছুঁয়েছে মুশফিককে।
উইম্বলডন জেতার পর তাই টুইটারে অভিনন্দন জানিয়েছেন মুশি। ফেদেরারকে উদ্দেশ্য করে মুশফিক লিখেছেন, ‘অভিনন্দন কিংবদন্তি’। পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি। শুধু মুশফিক নন, ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও ভক্ত ফেডের। এবার সেন্টার কোর্টে বসে প্রিয় তারকার খেলাও দেখেছেন।
তাছা সাবেক ভারতীয় কোচ অনিল কুম্বল মুগ্ধ ফেদেরারে। তিনি ফাইনাল শেষে লিখলেন. ‘দারুণ একজন অ্যাথলেট তুমি ফেদেরার। একজন চ্যাম্পিয়ন, রোল মডেল।’
Discussion about this post