ফুলেল শুভেচ্ছায় সোমবার রাতে শ্রীলঙ্কার হোটেল তাজ সমুদ্র হোটেলে পা রাখে বাংলাদেশ ক্রিকেট দল। সেদিন রাতেই সমুদ্রসৈকতে আনন্দ আড্ডায় সময় কেটেছে ক্রিকেটারদের। পূর্ণাঙ্গ সিরিজ সামনে। তাইতো মঙ্গলবার প্রথম দিনের মতো অনুশীলনে নামার কথা ছিল মুশফিক-তাসকিনদের। কিন্তু বেরসিক বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল। মাঠের বাইরেই সময় কাটল ক্রিকেটারদের।
ড্রেসিং রুমে বসে সেই বৃষ্টির ছন্দ দেখলেন টাইগার ক্রিকেটাররা। অনেকে সেই দৃশ্য ক্যামেরাবন্ধী করেন। পিএসএল খেলে ফেরা মাহমুদউল্লাহ তার ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টে বৃষ্টির একটি ভিডিও পোস্ট করেন।লিখেন, ‘অনুশীলনের আগে হালকা বৃষ্টি।’
এদিন অনুশীলন ছিল সম্পূর্ণ ঐচ্ছিক। সেটা বৃষ্টি কেড়ে নিল।
অাগামী ২ মার্চ থেকে শুরু দুইদিনের প্রস্তুতি ম্যাচ। এরপর শ্রীলঙ্কার সঙ্গে ৭ মার্চ গলে শুরু দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। শেষ টেস্টটি কলম্বোর পি সারা ওভালে ১৫ মার্চ শুরু। এটিই বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাইছে টাইগাররা।
২৫ মার্চ ডাম্বুলায় শুরু ওয়ানডে সিরিজ। ২৮ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডে সেই মাঠেই। তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল কলম্বোতে। এরপর ৪ ও ৬ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের সঙ্গে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
Discussion about this post